× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

বিনোদন ডেস্ক।

০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২১ পিএম । আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ ( জানুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ভালোবাসা জানাতে থাকেন। তবে গণমাধ্যমে তাহসানের বিয়ের খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাহসান জানান, এখনও বিয়ে হয়নি, সন্ধ্যায় বিস্তারিত জানাবো। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের খবরটা নিশ্চিত করলেন তাহসান খান।

ঘন্টা খানেক আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নববধুর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তার পরিধানে ছিল সাদা-গোলাপির মিশেলে ফুলেল কারুকার্যে গড়া জমকালো একটি পাঞ্জাবি।

এদিকে নববধু রোজার বিয়ের শাড়িতেও ছিল গোলাপি-সাদার মিশেল। ম্যাচিং-ম্যাচিং পোশাকে দুজনকে দারুণ মানিয়েছে।

ছবির ক্যাপশনে তাহসান লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

হ্যাশট্যাগ দিয়েছেন, #homeforlife ।

পোস্টটিতে, অজয় দে নামক এক ভক্ত কমেন্ট করেছেন, মানুষ বদলে যায়। ভালবাসা নষ্ট হয় না। শুধু জায়গা বদলে যায় তার।তবে এই কঠিন সত্য মেনে নিতে সবার ই কষ্ট হয়। তবে প্রকৃতির চাহিদায় সবসময় মানুষ বদলে যায়,ভালবাসা থেকে যায় কিন্তু ভালবাসার মানুষ বদলে যায়।

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলার শাহেদা আকতার রিপা তার ভেরিফায়েড প্রোফাইল থেকে তাহসানের সঙ্গে তার নিজের একটি তোলা ছবি কমেন্ট বক্সে পোস্ট করে লিখেছেন, অভিনন্দন তাহসান ভাইয়া! আপনি অসাধারণ ব্যাক্তিত্বের মানুষ। এইবার ভাবিসহ ছবি তুলবো। অপেক্ষাটা শুধু সময়ের।

পুরো কমেন্ট বক্স জুড়েই ছিল শোবিজ অঙ্গনের ব্যাক্তিবর্গ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরের বিশিষ্ট সব ব্যাক্তিদের অভিনন্দন।

তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা। 

উল্লেখ্য, তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ করেন। দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় একাকী জীবন পার করে অবশেষে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.